শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মেজর সিনহা হত্যা মামলা

দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৫

মেজর সিনহা হত্যা মামলা্র দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ আজ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ রোববার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে বুধবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় মামলাটির রাষ্ট্র পক্ষের আইনজীবী, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে ২৩ থেকে ২৫ আগস্ট টানা তিনদিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালত মামলার ১ নম্বর সাক্ষী ও বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং ২ নম্বর সাক্ষী ঘটনার প্রত্যক্ষদর্শী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ শেষ করেন।

পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, রোববার মামলার ৩ নম্বর সাক্ষী দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা। এদিন ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নিতে পারবো বলে আশা করছএন তিনি। এদিকে এই মামলার ১ ও ২ নম্বর সাক্ষী ছাড়া বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য রোববার থেকে বুধবার পর্যন্ত সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন বিজ্ঞ আদালত।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top