• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


স্বাস্থ্য বিধি মেনে খুললো শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৮

স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ে প্রবেশ করছে ছাত্রীরা

করোনা মহামারীতে বন্ধ থাকার পর অবশেষে খুলে দেয়া হলো রাজধানীসহ সারাদেশের স্কুল-কলেজ। টানা প্রায় দেড় বছর বন্ধের পর স্কুল-কলেজ খুলে দেয়ায় যেন প্রাণ ফিরে এসেছে শিক্ষাঙ্গনে।

সকালেই প্রতিটি স্কুল-কলেজ গেটে শিক্ষক-শিক্ষিকারা দাড়িয়েছিলেন থার্মোমিটার নিয়ে। শরীরের তাপমাত্রা মেপে সারিবদ্ধভাবে ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করিয়েছেন তারা। বেশিরভাগ স্কুল-কলেজের প্রবেশ মুখে ছিল হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা।

স্বাস্থ্যবিধি মেনে শুরু হলো ক্লাস

করোনা ভাইরাসের সংক্রমন কমে যাওয়া এবং বাস্তব অবস্থা বিবেচনা করে গেল ৫ সেপ্টম্বর শিক্ষামন্ত্রীর সভাপত্বিতে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় স্কুল-কলেজ খোলার। বৈঠকে স্কুল-কলেজ খোলার ক্ষেত্রে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথম দিকে অল্প সময়ের জন্য ক্লাস এবং পরিস্থিতি বুঝে ক্লাস সংখ্যা বাড়ানো; ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাসে অগ্রাধিকার। সমাবেশ বা অ্যাসেম্বলি না হলেও খেলাধুলার সুযোগ থাকবে। স্বাস্থ্যের বিষয়কে গুরুত্ব দিয়ে চেকলিস্ট থাকতে হবে। সংক্রমনের ঝুঁকি থাকলে দৈবচয়িত বা র‌্যানডম স্যাম্পলিং এর মাধ্যমে তথ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিন্ধান্ত নেয়া যেতে পারে।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন রাজধানীর আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। এদিকে মতিঝিল আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top