দেশে আসছে বিদ্যুৎচালিত গাড়ি!

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৩২

দেশে আসছে বিদ্যুৎচালিত গাড়ি!

জ্বালানি তেল ও গ্যাসচালিত যানবাহনের পর এবার নীতিমালা হচ্ছে দেশে বিদ্যুৎচালিত গাড়ি আনতে। রোববার (১২ সেপ্টেম্বর) বিদ্যুৎচালিত যানবাহন আমদানি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে নীতিমালা তৈরির নির্দেশনা দেয়া হয়।

বৈদ্যুতিক গাড়ি আমদানি সংক্রান্ত একটি অনলাইন আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশে বৈদ্যুতিক যানবাহন আমদানি করা হলে তা হতে হবে চার্জিং নীতিমালা গ্রাহকবান্ধব। কারণ এখন বিশ্বজুড়ে অন্যতম আলোচনার বিষয় হয়েছে বৈদ্যুতিক গাড়ি।

বৈদ্যুতিক যান চার্জিং বিষয়ক নির্দেশিকা বিষয়ক ভার্চ্যুয়াল সভায় সভাপতির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিশ্বজুড়ে আলোচিত বিষয় পরিবেশ। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৈদ্যুতিক গাড়ির উত্থান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এদিকে, প্রত্যেকটি বিতরণ কোম্পানিতে বৈদ্যুতিক যান চার্জিং বিষয়ক টিম রাখার নির্দেশ দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top