দেশে করোনায় ৯৯ দিনে সর্বনিম্ন মৃত্যু, ৩৫ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০২:১০

দেশে করোনায় ৯৯ দিনে সর্বনিম্ন মৃত্যু, ৩৫ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। গেল ৯৯ দিনে এটা সর্বনিম্ন মৃত্যু। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪ জন। 

 মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার সাতজনে।আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৭৩৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন।

বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রামের আটজন, রাজশাহীর চারজন, খুলনার চারজন, বরিশালের দুইজন ও সিলেটের বিভাগে দুইজন রয়েছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top