দেশে করোনায় মৃত্যু আরও ৫১ জনের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩১

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে মৃত্যু হয়েছে আরও ৫১ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৫৮ জনে। বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এই সময় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৯০১ জনের দেহে। সেই সাথে একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৮৭৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন।
বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রামের ১১ জন, রাজশাহীর চারজন, খুলনার পাঁচজন, বরিশালের তিনজন, সিলেটের পাঁচজন ও রংপুরের বিভাগে তিনজন মারা যান।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনাভাইরাস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।