ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ত্রিমুখী গাড়ির সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ২১:০১
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ত্রিমুখী গাড়ির সংঘর্ষে নিহত হয়েছে দুই জন এবং আহত হয়েছেন ৯ জন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় মহাড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রাসেল নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ এগ্রো ফুডসের একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক ওই সময়েই নতুন করে সংঘর্ষ হয় পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী নাইফ পরিবহনের বাসের। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ১০ জনের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবীন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এরপর হাসপাতালে আনার পর আরও একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় বাকি দুইজনকে ভর্তি করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।