মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

দেশে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১, ০৮:০১

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা

জার্মানি থেকে করোনাভাইরাসের প্রতিষেধক অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরও সাত লাখ ৯০ হাজার ডোজ দেশে পৌঁছেছে। শনিবার (২ অক্টোবর) বিকেলে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে এই টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ঢাকায় জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন।

এখন পর্যন্ত দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মের মিলে পাঁচ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ টিকা এসেছে। যার মধ্যে শনিবার পর্যন্ত পাঁচ কোটি দুই লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। বর্তমানে টিকার মজুদ আছে ৬৮ লাখ ৩৯ হাজার ৮২৫ ডোজ।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top