ই-অরেঞ্জের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১, ২২:১৭
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনসহ সাতজনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ২৭ গ্রাহকের ৯ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়। রবিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে মামলা করেন মো. নাসিম প্রধান।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর গুলশান থানাকে অভিযোগ হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয় ।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা স্বল্প মূলে বিভিন্ন পণ্য বিক্রির জন্য ই-অরেঞ্জের ওয়েবসাইটে অফার প্রদান করেন। অর্ডারকৃত পণ্যের বিপরীতে অগ্রিম মূল্য নেয় তারা। মামলায় ২৭ জন গ্রাহকের কাছ থেকে বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য মোট ৯ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৭৯ টাকা গ্রহণ করে রিসিট দেন তারা। কিন্তু পণ্য ডেলিভারির ক্ষেত্রে অজুহাত দেখায় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে মালিকানা হস্তান্তর হওয়ার কথা বলে সব প্রকার পণ্য ডেলিভারি স্থগিত করে আসামিরা আত্মগোপন করেন।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।