১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান প্রক্রিয়া চলছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ২৩:৩২
সারাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের প্রতিষেধক ফাইজারের টিকাদান কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য নিয়ে টিকাদানের তালিকা প্রণয়ণ করবে এবং নিয়ম অনুসারে টিকা গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদানের ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
অধ্যাপক ফ্লোরা আরও জানান, স্কুলের শিক্ষার্থীদের নিজ স্কুলে টিকাদান করা হবে না। ফাইজারের টিকা কোল্ড চেইন মেইনটেইন করতে হয় বলে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে এমন কোনো স্থান নির্ধারণ করা হবে, যেখানে টিকার যথাযথ কোল্ড চেইন মেইনটেইন করার পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষার্থীকে সুষ্ঠুভাবে টিকাদান করা সম্ভব হবে।
রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও ঢাকার বাইরে বড় আকারের কেন্দ্রগুলোতে টিকাদানের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।