১৮ মাস পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ২১:৫৩

১৮ মাস পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে রবিবার (১৭ অক্টোবর) থেকে। দীর্ঘ দেড় বছর পর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ক্লাস করছেন।

চলতি বছর দেশে করোনা সংক্রমণের হার কমে আসার প্রেক্ষিতে ৭ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এক ডোজ টিকা নেওয়ার শর্তে ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘদিন পর সশরীরে ক্লাস শুরুর ব্যাপারে মাস্টার্সের একজন শিক্ষার্থী বলেন, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষ থেকে, বন্ধুদের থেকে প্রায় বিচ্ছিন্ন ছিলাম। কিন্তু এখন আবার সবার সাথে একই শ্রেণিকক্ষে বসে ক্লাস করতে পারব এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

শিক্ষার্থীদের সেশনজট নিরসনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, আমরা একটা ‘লস রিকভারি প্ল্যান’ তৈরি করেছি। আর এই লস রিকভারি প্ল্যানের আলোকে পরবর্তিদিনের ইনপার্সন ক্লাস ও পরীক্ষা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top