শেখ রাসেল স্বর্ণ পদক বিতরণ করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১, ২৩:০১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল স্বর্ণ পদকসহ অন্যান্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।
সোমবার (১৮ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
শিক্ষা, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্পকলা-সাহিত্য-সংস্কৃতি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-এই ৫টি ক্যাটাগরিতে প্রতিটি ১ ভরি করে ১০টি শেখ রাসেল স্বর্ণপদক, ১০টি ল্যাপটপ ও সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া, শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ১০টি ল্যাপটপ; এবং লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলমেন্ট প্রকল্পের (এলইডিপি) আওতায় প্রশিক্ষণার্থীর মধ্যে হতে সর্বোচ্চ উপার্জনকারীদের মাঝে ৪ হাজার ল্যাপটপ দেওয়া হয়।
উল্লেখ্য, শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে সরকারের পক্ষ থেকে প্রতি বছর তার জন্মদিনকে শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো পালিত শেখ রাসেল দিবস ২০২১ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: শেখ রাসেল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।