একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১২৩ জন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ০৩:১৮

একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১২৩ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত ১১৬ জনই রাজধানীর বাসিন্দা। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন।

২৩ অক্টোবর (শনিবার) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৬২৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৫৫ জন রোগী ভর্তি রয়েছেন। 

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগির সর্বমোট ২২ হাজার ১৩০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ হাজার ২৬৬ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুতে ৮৪ জন মারা গেছেন। 

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top