খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে কোকোর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ০১:৩৪

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে কোকোর স্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। রবিবার (২৪ অক্টোবর) রাতে বিদেশ থেকে বিমানবন্দরে নেমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি।

রবিবার রাত সোয়া ৯টায় কোকোর স্ত্রী হাসপাতালে প্রবেশ করেন। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। এর আগে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে এসেছিলেন। তখনও খালেদা জিয়া অসুস্থ ছিলেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আপাতত দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন বলেন, বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের দেওয়া চিকিৎসাপত্র অনুযায়ী ম্যাডামের চিকিৎসা চলছে। পরীক্ষা-নিরীক্ষায় যেসব অসংগতি ধরা পড়েছিল সেগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

এর আগে, ১২ অক্টোবর হাসপাতালে ভর্তির পর প্রায় সপ্তাহখানেক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে খালেদা জিয়াকে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top