মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

নিউইয়র্ক বাংলা বইমেলার বর্ণাঢ্য উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১, ০০:০৯

নিউইয়র্ক বাংলা বইমেলার বর্ণাঢ্য উদ্বোধন

বর্ণাঢ্য উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হলো পাঁচ দিনব্যাপী নিউইয়র্ক বাংলা বইমেলা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে পাঠক, প্রকাশক ও লেখকদের মেলা বসেছিল।

স্বাধীনতার ৫০ বছরে উপলক্ষে বইমেলায় থাকছে ভিন্নতা। ভিডিওবার্তার মাধ্যমে এবারের মেলার উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদ্য শফিউল ইসলাম মহিউদ্দিন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির নির্বাহী মনিরুল হক প্রমুখ।

স্বাধীনতার ৫০ বছরে মেলায় রয়েছে নানা ধরনের আয়োজন। মেলার বাকি দিনগুলো অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে। সোমবার (১ নভেম্বর) পর্যন্ত বিকাল ৪টা থেকে মেলা শুরু হয়ে শেষ হবে রাত ১১টার দিকে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top