আবারও আইসিইউতে রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১, ০৩:১১
ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবারও নেওয়া হয়েছে আইসিইউতে।
শনিবার (২৭ নভেম্বর) থাইল্যান্ডে অবস্থানরত ছেলে সাদ এরশাদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ার কারণে ২৫ নভেম্বর তাকে কেবিন থেকে দ্বিতীয় দফায় নেওয়া হয় আইসিইউতে। কফ জমে গিয়েছিল। তবে আগের মতোই আছে তার অবস্থা। খুব বেশি যে সিরিয়াস তা নয়। কিন্তু আইসিইউ মানেই তো ভয়ের ব্যাপার।
এদিকে, গেল ৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দর থেকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয় তাকে। এর আগে ১৪ আগস্ট থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।