শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১৪:৩৪

নিজস্ব প্রতিবেদক:

একদিকে শীতে আবারো বাড়তে শুরু করেছে করোনা রোগীর সংখ্যা। সেই সাথে বেড়ে চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী সংখ্যাও। নভেম্বর মাসের প্রথম দুই সপ্তাহে চলতি বছরে সর্বোচ্চ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ২১৯ জন । সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদফতরের মতে, ডেঙ্গু আক্রান্তের স্বাভাবিক প্রক্রিয়া অনুসারে সেপ্টেম্বরের পর থেকে এডিস মশার প্রকোপ কমে যাওয়ার কথা থাকলেও তা আরও উল্টো বাড়ে গেছে।

তারা জানান অক্টোবর মাসে বেশ কয়েক বার বৃষ্টির কারণে এডিস মশার ব্যাপক বিস্তার ঘটেছে। যার ফলে এই সময়ে এসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।

জরিপে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসে ৪৫ জন, মার্চ মাসে ২৭ জন, এপ্রিলে মাসে ২৫ জন, মে মাসে ১০ জন, জুন মাসে ২০ জন, জুলাই মাসে ২৩ জন, আগস্ট মাসে ৬৮ জন, সেপ্টেম্বর মাসে ৪৭ জন ও অক্টোবর মাসে ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যাদের মধ্যে ১৯ জন রোগীই রাজধানী ঢাকার বাকি দুই জন খুলনা বিভাগ থেকে সনাক্ত হয়েছে।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top