৪ কোটি ৭ লাখ ৩০ হাজার ৯০০ জন পেয়েছে করোনার দ্বিতীয় ডোজের টিকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০১:১১
দেশে এখন পর্যন্ত ৬ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার ৭৬ জনকে প্রথম ডোজ এবং ৪ কোটি ৭ লাখ ৩০ হাজার ৯০০ জনকে দ্বিতীয় ডোজের করোনা টিকা দেওয়া হয়েছে। এসব টিকার মধ্যে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।
বুধবার (৮ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ ডিসেম্বর সারাদেশে ১৪ লাখ ১৯ হাজার ৭৬০ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৪৭ হাজার ৯৯৫ জনকে প্রথম ডোজ এবং ১০ লাখ ৭১ হাজার ৭৬৫ জনকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ।
বুধবার টিকা গ্রহীতাদের মধ্যে ৮১ হাজার ৪১ জন শিক্ষার্থী। যাদের ৫৮ হাজার ৫৭৬ জনকে প্রথম ডোজ এবং ২২ হাজার ৪৬৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১০ লাখ ৬৮ হাজার ৬৫৯ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেলো। আর দ্বিতীয় ডোজ পেলো ১ লাখ ৮৭ হাজার ৫৩৭ জন।
উল্লেখ্য, ১ নভেম্বর থেকে সারা দেশে শুরু হয় ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।