নারীর প্রতি সহিংসতা রোধে মানসিকতা পরিবর্তন প্রয়োজন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০২:২০

নারীর প্রতি সহিংসতা রোধে মানসিকতা পরিবর্তন প্রয়োজন: প্রধানমন্ত্রী

নারীর প্রতি সহিংসতা বন্ধে আইন থাকলেও মানসিকতা ও দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের ভোগের বস্তু হিসেবে দেখার সুযোগ নেই, দেখতে হবে সহযোদ্ধা হিসেবে। সব থেকে যেটা বেশি পীড়াদায়ক সেটা হল মেয়েদের ওপর সহিংসতা। যদিও আমরা আইন করে দিয়েছি। ধর্ষণের বিরুদ্ধে আইন করে দিয়েছি, নারী নির্যাতনের বিরুদ্ধে আইন করেছি। পারিবারিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইন করে দিয়েছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু আইন দিয়ে হবে না। আমাদের মানসিকতাটা বদলাতে হবে। চিন্তা-চেতনায় পরিবর্তন আনতে হবে। বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বিশ্বাসটা করতে হবে। নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা। নারীরা সহযোগী, সহযাত্রায় চলতে হবে। সমান অধিকার দিতে হবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top