প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ২৩:২৭

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস কাল। বিজয়ের দিনটিতে বিজয় অর্জনে জীবন দেওয়া বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

শ্রদ্ধা ভালোবাসা ও গৌরবের দিনটি উপলক্ষে ধুয়ে মুছে পরিষ্কার-পরিচ্ছন্নসহ গণপূর্ত বিভাগ ইতোমধ্যে শেষ করেছে স্থানটির সৌন্দর্য বর্ধনের কাজ। একই সঙ্গে শেষ হয়েছে নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সেনা বাহিনী, বিমান বাহিনী ও নৌ-বাহিনী সমন্বয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেওয়া গার্ড অব অনারের সকল কসরত। 

এছাড়া দিনটিতে শান্তিপূর্ণ পরিবেশে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সৌধ চত্বর ত্যাগের বিষয়টি দেখভাল এবং সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা জেলা পুলিশের তত্ত্বাবধানে শেষ হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সকল কার্যক্রম।

বিজয় দিবসের দিনের শুরুতে ভোরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top