বুস্টার ডোজ প্রথমে পাবেন স্বাস্থ্যকর্মীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ০২:৩৮

বুস্টার ডোজ প্রথমে পাবেন স্বাস্থ্যকর্মীরা

রাজধানীর মহাখালী বিসিপিএসএ প্রতিষ্ঠানে রবিবার (১৯ ডিসেম্বর) সকালে টিকার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু হবে। এই টিকা প্রথমেই পাবেন স্বাস্থ্যকর্মীরা। পরে বুস্টার ডোজ অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে টিকা গ্রহীতাদের সবাইকে দেওয়া হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হাসেন মো. মঈনুল আহসান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ট্রায়াল হিসেবে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দিয়ে এই কার্যক্রম শুরু হবে। কারণ এখনই আমরা বড় পরিসরে বুস্টার ডোজ কার্যক্রম শুরু করবো না। যেকোনও টিকার ক্ষেত্রেই শুরুতে সতর্কতামূলকভাবে কিছু জনগোষ্ঠীকে দিয়ে শুরু করি। এরপর কিছুদিন পর্যবেক্ষণের পর বড় আকারে শুরু করি। বুস্টার ডোজের ক্ষেত্রেও এমনটা হবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top