তিন দিনব্যাপী বিজেসির আলোকচিত্র প্রদর্শনী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ২০:১৩

নিজস্ব প্রতিবেদক:

করোনা মহারির সময়ও জীবনের ঝুঁকি নিয়ে গণমাধ্যমকর্মীরা সংবাদ পৌঁছে দিয়েছে। করোনাযোদ্ধা হিসেবে নিজেদেরকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই গণমাধ্যমকর্মীরা। সব সময় খবরের পেছন থেকে সংবাদ সংগ্রহ করলেও গণমাধ্যমকর্মীদের পেছনের খবর নিয়ে ভিন্ন ধাঁচের আলোচিতের আয়োজন করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি।

গণমাধ্যমকর্মীদের সম্মানে সোমবার (২৩ নভেম্বর) জাতীয় জাদুঘরে তিন দিনের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এই লড়াইয়ের কিছুটা অংশ রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন বরেণ্য শাহবুদ্দিন আহমেদ, মো: মনিরুজ্জামান, গুলশান হোসেন, তাহমিনা হাফিজ লিসা এবং নাসির আলী মামুন। করোনাকালে সংবাদকর্মীদের সংকট ও সাহসিকতার আলোকচিত্রের মাধ্যমে দেখানো হবে। সকাল ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এই প্রদর্শনী।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top