শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নির্বাচন কমিশন গঠন আইন পাসের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২২, ০০:২৮

নির্বাচন কমিশন গঠন আইন পাসের কার্যক্রম শুরু

জাতীয় সংসদে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাবিত আইন পাসের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এরপর ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠনের পর আইন প্রণয়ন কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক উপস্থিতিতে অনুষ্ঠিত অধিবেশনে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ পাসের প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এরপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নিয়ে আলোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এই আলোচনা শেষে বিলটি পাস হবে এবং তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

এর আগে গত বুধবার জাতীয় সংসদে বিলটি পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদন জমা দেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিলের প্রতিবেদন উত্থাপন করেন সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top