বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

চল্লিশউর্ধ্বদের করোনার বুস্টার ডোজ দেওয়ার হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২২, ০৩:১১

চল্লিশউর্ধ্বদের করোনার বুস্টার ডোজ দেওয়ার হবে

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুস্টার ডোজের বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ৪০ বছর বয়স হলেই বুস্টার ডোজ দেওয়া হবে। পাশাপাশি ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বুস্টার ডোজ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগে আমরা ৫০ বছর বয়সীদের বুস্টার ডোজের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেভাবে ফল পাওয়া যায়নি। তাই এখন থেকে ৪০ বছর বয়সের ওপরে সবাইকে বুস্টার ডোজ দেওয়া হবে।’

করোনার ভয়াবহতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ বেড়েছে ২০ গুণ এবং মৃত্যু বেড়েছে ৪ গুণ। করোনাকে মৃদু বলা যাবে না। এক মাসে ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন থেকে শুধু শিক্ষার্থী নয়, ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে।’

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top