স্কুলের নাম মুছে দিল বিএনপি নেতাকর্মীরা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১৮:৫৬
নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার মোগলটুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে স্কুলের নামের ওপর কালো কালি লেপে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে বংশাল চৌরাস্তা থেকে স্কুল অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি। পরে মিছিলটি স্কুলের সামনে এলে বর্তমান নামের ওপর কালো কালি দিয়ে নাম মুছে দেয় বিএনপি কর্মীরা। এসময় জিয়াউর রহমানের নামে স্কুলের আগের নাম ফিরিয়ে আনার দাবি জানান তারা।
বিএনপি ও স্থানীয়রা বলছেন, ২০০৬ সালে প্রতিষ্ঠিত স্কুলটির নাম ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। সম্প্রতি সিটি করপোরেশন নাম পরিবর্তন করে রাখে পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়।
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, সহনশীলতার রাজনীতিতে আসেন। প্রতিহিংসা বাদ দিন। নাম পাল্টালেই জিয়াউর রহমানের নাম মুছে দেওয়া যাবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেয় বিএনপি।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।