দ্বিতীয় ডোজের ৪ মাস পরই নেওয়া যাবে বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০২:৩৬

দ্বিতীয় ডোজের ৪ মাস পরই নেওয়া যাবে বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর চার মাস হলেই বুস্টার ডোজ নেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১৬ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অত্যন্ত সফলভাবে টিকা কার্যক্রম চলছে। করোনার সময় যখন অনেক সেবা বন্ধ ছিল, সে সময় হাসপাতালগুলোতে সেবা চলেছে। আমরা করোনার সেবার পাশাপাশি অন্য রোগীদেরও সেবা দিয়েছি। এখন দেশে করোনা সংক্রমণ কমে এসেছে। তবু আমাদের হাসপালগুলোতে এখনো একসঙ্গে দুটি সেবাই দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতীর জনকের ১০২তম জন্মদিন। এই উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন হাতে নিয়েছে সরকার। প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলে ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে মোট ৩ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top