মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২২, ২২:১২
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়েছে। ঘণ্টাব্যাপী এ পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত।
চলতি বছর ভর্তি পরীক্ষায় মোট এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে এ বছর সর্বোচ্চ সংখ্যক ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, সারা দেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। সে হিসাবে চলতি বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন। এটি আগের বছরের তুলনায় প্রতি আসনের বিপরীতে ৫ জন বেশি এবং ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। ১৫ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ ও ১৬ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি'র টাকা জমা নেওয়া হয়।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: মেডিকেল ভর্তি পরীক্ষা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।