ডিআইজি মিজানের জামিন বহাল
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ০৭:১৪
ঘুষ লেনদেনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান মিজানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। সোমবার (১৮ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহীমের আদালত জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল আবেদনের ওপর শুনানি নিয়ে ‘নো অর্ডার’ দেন।
এদিন আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। মিজানুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক।
পরে আদেশের বিষয়টি জানান দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানান, আপিল আবেদনের ওপর আজ ‘নো অর্ডার’ দিয়েছেন আদালত। আমরা ‘লিভ টু আপিল’ করবো।
এর আগে গত ১৩ এপ্রিল এ মামলায় বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মিজানুর রহমানকে ২ মাসের জামিন দেন। পরে রবিবার ডিআইজি মিজানের জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে দুদক।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ঘুষ নেওয়ার কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেন আদালত।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ডিআইজি উপ-মহাপরিদর্শক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।