শিক্ষার্থীরা হল ছাড়বে না, সাত কলেজের একাত্মতা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১৬:৩৭
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল পাঁচটার মধ্যে ঢাকা কলেজের সকল আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু ছাত্ররা বলেছেন, তাদের ওপর ব্যবসায়ী-পুলিশের নির্যাতনের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা হল ছাড়বে না।
এদিকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তিতুমীর কলেজ ছাত্র হাসান শিকদার বলেছেন, বুধবার তারাও ঢাকা কলেজের আন্দোলনের সঙ্গে মাঠে নামবে।
অন্যদিকে রাত দশটায় গাউছিয়া মার্কেটের সামনে বেশ কিছু ব্যবসায়ী এবং তাদের দোকানের কর্মীদের দেখা গেছে। আর পুলিশের বেশ কিছু সদস্যও বসে আছেন। অপরদিকে, ঢাকা কলেজের সামনে দু’তিন শ’ শিক্ষার্থী অবস্থান নিয়েছে। এ ছাড়া যান চলাচল কিছুক্ষণ চললেও ফের বন্ধ রয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ঢাকা কলেজ Dhaka college
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।