জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি’র বাংলাদেশ সফর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মে ২০২২, ০৪:১৬
বাংলাদেশে এসেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
শনিবার (২১ মে) পাঁচদিনের সফরে ঢাকায় আসেন তিনি। সফরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার আহ্বান জানাবেন গ্রান্ডি।
কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান কার্যক্রম নিয়ে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন হাইকমিশনার। তিনি কক্সবাজার ও ভাসানচরে মানবিক কার্যক্রম সমর্থনকারী দাতা এবং অংশীদারদের সঙ্গে বৈঠকের সময় আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরবেন।
গ্রান্ডির সফরসঙ্গী হয়ে এসেছেন- ইউএনএইচসিআর’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত ও হাইকমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলেরোচে। এর আগে ২০১৯ সালের মার্চ মাসে বাংলাদেশ সফর করেছিলেন ফিলিপ্পো গ্রান্ডি।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: জাতিসংঘ রোহিঙ্গা হাইকমিশনার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।