রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

র‌্যাবের অভিযানে ৪ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুন ২০২২, ০৬:২৮

র‌্যাবের অভিযানে ৪ ছিনতাইকারী আটক

র‌্যাবের অভিযানে ৪ ছিনতাইকারী আটক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন— মো. ওমর ফারুক, মো. ইমন, মো. জামাল ও মো. রাব্বি।

বৃহস্পতিবার (২ জুন) র‌্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (১ জুন) দুপুর ১ টা ১০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে চারজন ছিনতাইকারীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের তৈরি চাকু, মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বেশ কিছুদিন ধরে তারা দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top