শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

করোনায় মৃত্যু ৭ জনের, শনাক্ত ১৯৯৮

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জুলাই ২০২২, ০৬:১০

করোনায় মৃত্যু ৭ জনের, শনাক্ত ১৯৯৮

বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৮১ জনে।

দেশে ৪ জুলাই সকাল ৮টা থেকে ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৯৯৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন।

মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৯৪ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top