চট্টগ্রামে নৌঘাটির মসজিদে বোমা হামলা : ৫ জেএমবি মৃত্যুদণ্ড

MD.RAJIUR RAHMAN | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২২, ০৩:১৬

চট্টগ্রামে জেএমবির ৫ সদস্যের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের নৌ-বাহিনী ঘাঁটি ঈশা খা মসজিদে জেএমবি সদস্যদের বোমা হামলার দায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল।

আজ বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম চট্টগ্রাম আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো সাখাওয়াত হোসেন, রমজান আলী, আবদুল মান্নান, আবদুল গাফফার ও বাবুল রহমান।

সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ বলেন, আদালত ৫ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তারা সবাই জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।

এরমধ্যে সাখাওয়াত পলাতক। বাকিরা কারাগারে রয়েছেন। এই মামলায় চলতি বছরের ২৩ মার্চ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় দিয়েছেন।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী জালাল উদ্দীন বলেন, রায়ে আমরা সন্তুষ্ট নই। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

এর আগে, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামের নৌ-বাহিনী ঈশা খাঁ ঘাঁটির দুটি মসজিদে জুমার নামাজ চলাকালীন জেএমবি সদস্যরা বোমা হামলা চালায়। এ ঘটনায় ২৫ জন আহত হয়। মুসল্লিরা জেএমবির সদস্যদের আটক করে পুলিশে দেয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন নৌ-বাহিনীর সাবেক সদস্য। জাগো নিউজ, আর টিভি নিউজ, এনটিভি।

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top