সাইনবোর্ডে থাকবে লাইসেন্স নম্বর ও মেয়াদোত্তীর্ণের তারিখ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২, ২৩:১৫
অবৈধ ও অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৯ আগস্ট থেকে এসব অবৈধ প্রতিষ্ঠান বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সেই ধারাবাহিকতার অংশ হিসেবে অধিদপ্তর জানিয়েছে, দেশের সব বেসরকারি হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংকগুলোতে লাইসেন্স নম্বর মেয়াদোত্তীর্ণের তারিখসহ সাইনবোর্ডে ঝুলিয়ে দিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. বেলাল হোসেন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এখন থেকে দেশের সব বেসরকারি হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংক সমুহে লাইসেন্স নম্বর মেয়াদোত্তীর্ণের তারিখসহ সাইনবোর্ডে ঝুলিয়ে দিতে হবে। এমনকি এটি প্রয়োজনে কিউআর কোডসহ ডিসপ্লে করতে হবে, নতুবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়: স্বাস্থ্য অধিদপ্তর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।