ভয় দেখিয়ে কিছু করতে পারবে না কেউ

শেখ হাসিনার সঙ্গে আমাকে দেখা করতে দেয়নি বিজেপি: মমতা

রায়হান রাজীব | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৭

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতায় একটি রাজনৈতিক সভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বললেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বিজেপি সরকার সেটা করতে দেয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ভয় পেয়ে গেছে। সে কারণেই তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস মা, মাটি ও মানুষের সরকার। ভয় দেখিয়ে কিছু করতে পারবে না কেউ।

মমতা বলেন, বিজেপি যদি ভাবে যে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাদের গ্রেফতার করে দলের কর্মীদের ভয় দেখানো যাবে, তাহলে তারা ভুল ভাবছে। আমি আঘাত করি না, কিন্তু কেউ আঘাত করলে প্রতিহত করি।

মুখ্যমন্ত্রী বলেন, হাসিনাজি এসেছেন। তাদের সবার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। সেটা আজকে নয়, চিরকাল। পুজোর সময় আমি তাকে চিঠি দিই। তিনি আমাকে শাড়ি পাঠান। আমিও পাঠাই ঈদের সময়। তিনি আম পাঠান, ইলিশ মাছ পাঠান। আমরাও যতটা পারি করি।

এরআগে, ৫ সেপ্টেম্বর শেখ হাসিনাও মমতার সঙ্গে নয়াদিল্লিতে দেখা করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, মমতা সঙ্গে আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। তিনি আমার বোনের মতো। আমি এবার দিল্লিতে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু সেটা হচ্ছে না।

গত ৫ সেপ্টেম্বর ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজমীর শরীফে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ৪ দিনের সফর শেষে ৮ সেপ্টেম্বর দেশে ফিরছেন শেখ হাসিনা।

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top