• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কম বয়সীদের চাপা আবেগের বহিঃপ্রকাশ ঘটে আত্মহননে

নেতা যদি সৎ না হয়, তাহলে দেশের উন্নয়ন হয় না: শিক্ষামন্ত্রী

রায়হান রাজীব | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৭

ডা. দীপু মনি

ডা. দীপু মনি বলেছেন, শুধু আমাদের দেশেই নয়, বিশ্বে কম বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। তারা অনেক কিছু বলতে পারে না। তাদের চাপা আবেগের বহিঃপ্রকাশ ঘটে আত্মহননের মাধ্যমে। আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং নানা প্রদক্ষেপ গ্রহণ করেছি।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের হাইমচরে মৎস্য বিভাগের মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মেয়েরা অনেক সময় নানাভাবে ইভটিজিংয়ের শিকার হয়। সমস্যাটি যদি পরিবারের কাছে বলতে না পারে এবং তার শিক্ষকের কাছে বলতে না পারে, সেই চাপা আবেগের বহিঃপ্রকাশ ঘটে আত্মহননের মাধ্যমে। এছাড়া ইন্টারনেটে যে গেম আছে, সেগুলোরও সমস্যা আছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকাল এমন একটি সময়, যখন অনেক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়। যেমন শারীরিক ও মানসিক। সব সময় সঠিক তথ্য তারা পায় না। মা-বাবাও ঠিকমতো তাদের বোঝান না। স্কুলে পাঠ্যপুস্তকে যা আছে তাও তাদের ঠিকমতো জানানো হয় না।

দীপু মনি বলেন, আমরা যেন আমাদের সন্তাদের সঙ্গে প্রাণখুলে কথা বলি। তাদের সমস্যার অনুধাবনের চেষ্টা করি এবং সেটা সংবেদনশীলতা নিয়ে করি। আমরা যেন কোনও সমস্যা দেখলে প্রথমেই তাকে অভিযুক্ত না করি। এতে আবেগ নিয়ন্ত্রণ না করতে পেরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫২৫ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৬৫ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নেতা যদি সৎ না হয়, তাহলে দেশের উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top