ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় ৩০ লাখ ইউরো দেবে ইইউ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ১৩:৫৭
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের জন্য ৩০ লাখ ইউরো সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বৃহস্পতিবার বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইলভা ইয়োহানসন এ ঘোষণা দেন।
এ সময় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন।
রোহিঙ্গাদের জন্য সহায়তার বিষয়ে ইলভা ইয়োহানসন বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের সমর্থনে আমি মুগ্ধ।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ১০ ও ১১ নভেম্বর দু’দিনের বাংলাদেশ সফরে রয়েছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।