আহমদ শফীর 'অস্বাভাবিক মৃত্যুর' বিচার দাবি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ২২:০৮
আল্লামা শাহ্ আহমদ শফীর 'অস্বাভাবিক মৃত্যুর' বিচারের দাবি জানিয়েছেন মাওলানা ইউসুফ বিন আহমদ শফী আল-মাদানী।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে শফীর জ্যেষ্ঠপুত্র আরও তিনটি দাবি জানান। দাবিগুলো হচ্ছে- তার পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলা তদন্ত করে অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা। শফীর পরিবারের সদস্যদের ও তার অনুসারীদের নিরাপত্তা বিধান করা ও যারা মামলা তুলে নেওয়ার হুমকি-ধমকি দিচ্ছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়া। আল্লামা শফীর রেখে যাওয়া সব দ্বীনি ও সামাজিক অঙ্গনগুলো থেকে হযরতের বিরোধীদের অপসারণ করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা আনাস বিন আহমেদ শফি, হেফাজত যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি ফয়জুল্লাহ, হেফাজত মহাসচিব মাওলানা সলিমুল্লাহ, হেফাজত মহাসচিব মঈনুদ্দিন রাহী প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা শাহ্ আহমদ শফীর মৃত্যু হয়।
এনএফ৭১/জেএস/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।