বিশ্ব ইজতেমা শুরু কাল, যানজটে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৩, ০৩:৪৭

বিশ্ব ইজতেমায় মহাসড়কে যানজট

আম বয়ানের মধ্য দিয়ে শুক্রবার (১৩ জানুয়ারি) ৫৬ তম বিশ্ব ইজতেমা শুরু হবে। ইজতেমায় যোগ দিতে গাজীপুরের শিল্পনগরী টঙ্গীমুখী মানুষের ঢলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার শুরু হয়ে রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের প্রথম পর্বের (জুবায়েরপন্থি) ইজতেমার সমাপ্তি ঘটবে। মাঝে ৪ দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাজের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন।

আরও পড়ুন: ইজতেমা ঘিরে মার্কিন দূতাবাসের সতর্ক বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটে ধীর গতিতে চলছে গাড়ি। এছাড়া ঢাকা মহানগর থেকেও টঙ্গীমুখী সড়কে যানজট দেখা গেছে। ভোর থেকেই ময়মনসিংহগামী সড়কের টঙ্গী থেকে রাজধানীর মহাখালী পর্যন্ত যানজট রয়েছে। তবে যানজট নিরসনে পুলিশের কোন পদক্ষেপই কাজে দিচ্ছে না বলে অভিযোগ করছেন এ সড়কে যাতায়তকারীরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top