শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩, ০৮:৫২

 স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্র ডানপন্থি কর্মীর দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে বাকস্বাধীনতার আড়ালে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধের অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।

রোববার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

আরও পড়ুন: শবে মেরাজের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

ইসলামকে শান্তি ও সহিষ্ণুতার ধর্ম উল্লেখ করে- মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিশ্বাস করে, যে কোনো অবস্থাতেই ধর্মের স্বাধীনতাকে অবশ্যই শ্রদ্ধা করা উচিৎ।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে সব ধরনের উসকানি বন্ধের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে।

এ ছাড়া সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে অযৌক্তিক উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ দিকে এ ঘটনার তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশ কয়েকটি দেশে তীব্র প্রতিবাদ জানিয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top