• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হজের খরচ বাড়লো লাখ টাকার বেশি

নিশি রহমান | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:২২

ছবি: সংগৃহীত

হজ পালনে সরকারি-বেসরকারি সব প্যাকেজে এবার এক লাখ টাকা খরচ বাড়তে পারে বলে জানা গেছে। সরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের প্যাকেজের বিষয়ে আজ বুধবার ( ১ ফেব্রুয়ারি ) ঘোষণা আসতে পারে বলে জানা যায়। এরই মধ্যে হজযাত্রীদের বিমানভাড়া ৭০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, গত বছর যা এক লাখ ৪০ হাজার টাকা ছিল।

আরও পড়ুন>>> এখন ট্রানজিট ভিসায় ওমরাহ পালনের সুযোগ

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুধু বিমান ভাড়াই নয় টাকার সঙ্গে রিয়ালের মূল্যবৃদ্ধির কারণে হজের খরচ গত বছরের তুলনায় কিছুটা বাড়বে। সংকট দেখা দিতে পারে ডলার নিয়েও। করোনার কারণে গত বছর হজযাত্রীর সংখ্যা কম ছিল। এবার হজযাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় বাসাভাড়াও বাড়বে। ফলে সরকারি-বেসরকারি হজ প্যাকেজের খরচ ৯০ হাজার এক লাখ ২০ হাজার টাকা বাড়তে পারে। এ ছাড়া সৌদি আরবের মোয়াল্লেম ফি ও অতিরিক্ত সার্ভিস চার্জ এখনো জানা যায়নি। কারণ, গত বছর মোয়াল্লেম ফি ও অতিরিক্ত সার্ভিস চার্জ বেড়ে যাওয়ায় প্যাকেজ ঘোষণার পর হজের খরচ আরো ৫৬ হাজার টাকা বাড়িয়ে দিয়ে ছিল ।

হজের খরচ বাড়ছে এক লাখের বেশি গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১-এ পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২-এ পাঁচ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে। এবার প্যাকেজ-১-এ খরচ হতে পারে সাত লাখ পাঁচ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত এবং প্যাকেজ-২-এ ছয় লাখ ৩০ থেকে ৪০ হাজার টাকা। বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজে’র মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল পাঁচ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। এবার বেসরকারি প্যাকেজও প্রায় সাত লাখ টাকা নির্ধারণ করা হতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর হজ পালনে গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় হজ চুক্তি করেছে বাংলাদেশ। হজ চুক্তি অনুযায়ী এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ যাত্রী পবিত্র হজ পালন করতে পারবেন। ৬৫ বছরের বেশি বয়সিদের হজ করার ওপর নিষেধাজ্ঞাও উঠে গেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top