তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৩২
তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, তুরস্ক ও সিরিয়ায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় এ পর্যন্ত ১ হাজার ৪৭২ জন মানুষ নিহত হয়েছেন।
আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় চলছে শোকের মাতম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, ভূমিকম্পে শুধু তুরস্কেই ৯১২ জনের মৃত্যু হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ শহরের কাছে মাটির ১৭.৯ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
বিষয়: তুরস্ক সিরিয়া সীমান্ত শক্তিশালী ভূমিকম্প মানুষ হতাহত শোক ও দুঃখ প্রকাশ মৃত্যু পররাষ্ট্রমন্ত্রী newsflash71 Latest News newsflash Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।