শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ
রাজিউর রাহমান | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩, ২২:২৯
সাংবাদিকতার নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।
শনিবার (১ এপ্রিল) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করে। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মতিউর রহমানের কুশ পুত্তলিকা দাহ করা হয়।
এদিকে একই জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা তাঁর মুক্তিরও দাবি জানান।
শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ কর্মসূচি পালনকালে জাতীয় জাদুঘরের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা পাশে স্লোগান দিতে থাকেন। পরে কর্মসূচি ঘোষণা দিয়ে মানববন্ধন শেষ করেন সাবেক শিক্ষার্থীরা।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজ বেলা ১১টায় শাহবাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভের ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতেই ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শাহবাগ অবরোধ করে আন্দোলন শুরু করে।
বিষয়: শাহবাগ অবরোধ ঢাবি শিক্ষার্থী যান চলাচল বন্ধ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।