জেনে নিন সময়সূচি

ঈদের ছুটিতেও চলবে মেট্রোরেল

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ২২:৩২

ঈদের ছুটিতেও চলবে মেট্রোরেল

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এবারও ফাঁকা থাকবে রাজধানী। এ সময় সড়কে গাড়ির উপস্থিতিও কম থাকবে। তবে ছুটির সময়ে বন্ধ হবে না মেট্রোরেলের চলাচল। প্রতিদিনের মতো সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। তবে ঈদের দিন মেট্রোরেল চলবে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমটিসিএল বলছে, ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও—এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

এছাড়া ২২ এপ্রিল ঈদ হওয়া সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতরের পরদিন থেকে আবারও সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ে ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) মেট্রোরেল চলবে না।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে বাংলাদেশে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন। শহরের উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন তিনি।
 
ডিসেম্বরে সীমিত পরিসরে এ স্বপ্নযাত্রা শুরুর পর থেকেই বাড়ছে মেট্রোরেলের পরিধি। দুটি দিয়ে যাত্রা শুরু করলেও এরইমধ্যে প্রথম পর্বের ৯টি স্টেশনই চালু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তামানে দিনে ছয় ঘণ্টা চললেও আগামী জুলাইয়ের মধ্যে পুরোদমে চলাচল মেট্রোরেল। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এই সেবা। আর চলতি বছর ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top