ভারতে ট্রেন দুর্ঘটনা, বাংলাদেশিদের তথ্যের জন্য হটলাইন নম্বর

রাজিউর রাহমান | প্রকাশিত: ৩ জুন ২০২৩, ১৯:১৮

ছবি: সংগৃহীত

ভারতের উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। আহত হয়েছেন ৯০০ জনের বেশি। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া উড়িষ্যার বালেশ্বর জেলায় করমণ্ডল এক্সপ্রেস ও একটি মালগাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তবে দুর্ঘটনায় বাংলাদেশিদের খবর নিতে একটি একটি হোয়াটসঅ্যাপ হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ ) নম্বর চালু করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হটলাইনের কথা জানিয়েছে। এই দুর্ঘটনায় শনিবার এক দিনের শোক ঘোষণা করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top