কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১, ০০:৪১
মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা গত কয়েক দিনের তুলনায় কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮১৯ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭১৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৪ হাজার ২০ জন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১৫টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৫১টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ১৯৪টি ল্যাবে ১৪ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৮৫ হাজার ৭৭৯টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫.৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তে ২য় ও মৃত্যুতে ৩য় অবস্থানে রয়েছে ভারত। আক্রান্তে ৩য় এবং মৃত্যুতে ২য় অবস্থানে রয়েছে ব্রাজিল।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।