প্রথম কর্ম দিবসে বৃষ্টিতে ভোগান্তি সাধারণ মানুষদের
ফারহানা মির্জা | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৩, ১৮:১৩
আজ রোববার (১৩ আগস্ট) সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় ভোরেই বেরিয়ে পড়েন অনেক কর্মজীবী। তবে একদিকে বৃষ্টি অন্যদিকে জলাবদ্ধতা - সবমিলিয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সকাল সাতটার পরও রাজধানীর সড়কে গণপরিবহন কিছু কম দেখা গেছে। আর তাই বৃষ্টিতে ভিজে গাড়ির অপেক্ষায় কর্মস্থলগামী মানুষদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বিভিন্ন বাস স্টপেজে।
বৃষ্টির কারণে রিকশাচালকরা বেশি ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। রাজধানীর কলাবাগান এলাকার বাসিন্দা আরিফ বলেন, সকালে মোহাম্মদপুর যাওয়ার জন্য বেরিয়ে বাসার সামনেই প্রায় পৌনে এক ঘন্টা দাঁড়িয়ে থেকেছি। রিকশাওয়ালারা বৃষ্টির সুযোগে ভাড়া চাচ্ছে কয়েকগুণ। শেষমেষ উপায় না দেখে অতিরিক্ত ভাড়া দিয়েই আসতে হলো।
এদিকে, বৃষ্টিতে রাতেই ধানমন্ডি, বেগুনবাড়ি ও মধুবাগসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলজট। থেমে থেমে হওয়া বৃষ্টি জলাবদ্ধতার পরিমাণ বাড়িয়ে দেয় আরো কয়েকগুণ। কোথাও কোথাও হাঁটু পানিতে তলিয়ে যায় সড়ক। হঠাৎ এমন জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন নগরবাসী। যারা বাইরে ছিলেন, বৃষ্টি মাথায় নিয়ে পানি পার হয়ে তাদের ফিরতে হয় বাসায়। সেই সঙ্গে ছিলো যানজট। যা দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দেয় কয়েকগুণ।
আজও (রোববার) সারাদেশে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।