এইচএসসি পরীক্ষার কারণে রাজধানী‌তে ব্যাপক যানজট

ফারহানা মির্জা | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৩, ১৮:২৭

ছবি : সংগৃহিত

আজ (১৭ই আগস্ট) এইচএসসি বা সমমানের পরীক্ষার প্রথম দিন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে যানজটের চিত্র দেখা যায়।

সকাল থেকেই রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, বাংলামোটর, কাওরান বাজার, ফার্মগেট ও পান্থপথ এলাকা হয়ে নিউমার্কেট পর্যন্ত যানজট রয়েছে। ওইসব এলাকায় যানজটের কারণে নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে সকাল থেকেই।

এছাড়া রাজধানীর মালিবাগ, শান্তিনগর, রামপুরা, মেরুল বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকায়ও একই চিত্র দেখা যায় ।

দীর্ঘ যানজটে অনেকেই পায়ে হেটে যাত্রা করছেন তাদের গন্তব্যে। যাত্রীদের অভিযোগ, সড়কে চালকরা নিয়মশৃঙ্খলা না মানায় যানজট পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। যানজট মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদেরও।

ভুক্তভোগী জাহাঙ্গীর বলেন, যে পরিমাণে গাড়ি সড়কে বেড়েছে তার যাত্রীদের তুলনায় অনেক বেশি। এসব গাড়ি একসঙ্গে চলাচলে পর্যাপ্ত সড়ক নেই। যেটুকু আছে সেখানেও সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ চলছে বছরের পর বছর।

পথচারী হাসান বলেন, পাব‌লিক গাড়িগুলোর চে‌য়ে প্রাই‌ভেটকার বে‌শি। এ‌তেই বে‌শি যানজট সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।আরেক পথচারী অভিযোগ করে বলেন, এখনো রাজধানীর বিভিন্ন সড়কের পাশে ব্যক্তিগত গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে। অথচ অধিকাংশ ভবনের ভেতরে সঠিক পার্কিংয়ের ব্যবস্থা নেই। এতেও যানজটের সৃষ্টি হচ্ছে।

ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকেই শিক্ষার্থী ও অফিসগামী মানুষের ভিড় বেশি দেখা যাচ্ছে। একই সঙ্গে সড়কে বেড়েছে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের বাড়তি চাপ। ফলে আজ অন্যদিনের তুলনায় সকাল থেকেই যানজট একটু বেশি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top