• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রিজভীর নেতৃত্বে জ্বালানো হয় আগুন!

ফারহানা মির্জা | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ১২:৩০

ছবিঃ সংগৃহীত

তিন দিনের অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে সড়ক আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এক পর্যায়ে সড়কে টায়ারে আগুন জ্বালান বিক্ষোভকারীরা। এ সময় বিএনপির নেতাকর্মীদের সরকারবিরোধী নানান স্লোগান দিতেও শোনা যায়।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করেছে। সরকারের নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছেন, তাদের বিরুদ্ধেই মামলার খড়গ নেমে এসেছে। নজিরবিহীন অত্যাচার, নির্যাতন ও খুনের শিকার হয়েও বিএনপি সহিংসতার পথ বেছে নেয়নি। নেতাকর্মীরাও শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক, সহ-অর্থনীতিবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, সকালে অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে সড়কের দু’পাশে প্রতিবন্ধকতা তৈরি করেছিল। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে তারা নিমিশেই পালিয়ে যায়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top