মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
রায়হান রাজীব | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৪, ১৫:১০
আজ শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নব-নির্বাচিত মন্ত্রি-প্রতিমন্ত্রীরা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে আজ সকাল নয়টার দিকে সড়কপথে রওনা দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। সকাল ১১ টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর।
এরপর নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী আলাদাভাবে দোয়া ও মোনাজাত করেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী এবং নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যগণ।
আজ বিকেলে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী । রাতে নিজ বাড়িতেই থাকবেন তিনি। আগামীকাল রবিবার (১৪ জানুয়ারি) সকালে কোটালিপাড়ায় যাবেন সরকারপ্রধান। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সম্পাদনাঃ রাশেদ রাসেল
বিষয়: বঙ্গবন্ধুর সমাধি প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।