এনডিআই-আইআরআই চূড়ান্ত প্রতিবেদন

৭ জানুয়ারির নির্বাচনের গুণগত মান ক্ষুণ্ন হয়েছে

রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪, ১৫:২৬

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা, নির্বাচনের দিনসহ অন্যান্য সময়ে পূর্ববর্তী নির্বাচনের তুলনায় শারীরিক ও অনলাইন সহিংসতা কম হয়েছে।

তা সত্ত্বেও রাষ্ট্র, শাসক দল, বিরোধীদল ও বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতাদের মধ্যে সহিংসতা, নাগরিক স্বাধীনতার সংকোচন ও বাক স্বাধীনতার অবনতির কারণে জানুয়ারির নির্বাচনের গুণগত মান ক্ষুণ্ণ হয়েছে বলে মত দিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন (টিএএম)।

রোববার (১৭ মার্চ) যৌথ কারিগরি মিশনের চূড়ান্ত এই প্রতিবেদন প্রকাশ করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top